সাভার: সাভারে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকায় ভার্কের আঞ্চলিক কার্যালয়ে সাভার উপজেলা দুর্নীতি কমিটি আয়োজিত এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় দুর্নীতি প্রতিরোধে যে সকল দিকে লক্ষ্য রাখা প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং দুর্নীতি প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের সহায়তা চাওয়া হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শওকত আলী মাহমুদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপ পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
এছাড়াও অধ্যাপক দ্বীপক রায়, দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল কাদের ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫