ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে দুর্নীতি প্রতিরোধে মত বিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
সাভারে দুর্নীতি প্রতিরোধে মত বিনিময় সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: সাভারে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকায় ভার্কের আঞ্চলিক কার্যালয়ে সাভার উপজেলা দুর্নীতি কমিটি আয়োজিত এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।



সভায় দুর্নীতি প্রতিরোধে যে সকল দিকে লক্ষ্য রাখা প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং দুর্নীতি প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের সহায়তা চাওয়া হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শওকত আলী মাহমুদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপ পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
এছাড়াও অধ্যাপক দ্বীপক রায়, দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল কাদের ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।