ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ট্রাকে পেট্রোলবোমা হামলার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
মাগুরায় ট্রাকে পেট্রোলবোমা হামলার ঘটনায় মামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদরের শিমুলিয়া এলাকায় বুধবার রাতে ট্রাকে পেট্রোলবোমা মেরে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ৩০ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে।

মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৪০ জনকে।

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ দাস বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে সদর থানায় এ মামলাটি দায়ের করেন।

মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে,  মামলার স্বার্থে সাংবাদিকদের কাছে মামলার এজহারভুক্ত আসামিদের নাম উল্লেখ করেনি এএসপি সুদর্শন।

বুধবার রাত ৯টার দিকে মাগুরা-যশোর সড়কে মাগুরা সদরের শিমুলিয়া এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে পেট্রোলবোমা ছুঁড়ে আগুন দেয় অবরোধকারীরা। আগুনে ট্রাকের চালক চুন্নু ও হেলপার চয়ন অগ্নিদগ্ধ হন।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।