মাগুরা: ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদরের শিমুলিয়া এলাকায় বুধবার রাতে ট্রাকে পেট্রোলবোমা মেরে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ৩০ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে।
মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৪০ জনকে।
মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, মামলার স্বার্থে সাংবাদিকদের কাছে মামলার এজহারভুক্ত আসামিদের নাম উল্লেখ করেনি এএসপি সুদর্শন।
বুধবার রাত ৯টার দিকে মাগুরা-যশোর সড়কে মাগুরা সদরের শিমুলিয়া এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে পেট্রোলবোমা ছুঁড়ে আগুন দেয় অবরোধকারীরা। আগুনে ট্রাকের চালক চুন্নু ও হেলপার চয়ন অগ্নিদগ্ধ হন।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫