ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জনশক্তি রফতানিতে পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয় জরুরি

sujan | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
জনশক্তি রফতানিতে পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয় জরুরি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জনশক্তি রফতানির ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রনালয়ের মধ্যে সমন্বয় খুবই জরুরি বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ডা. দীপু মনি।  

বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মৌচাকে দৈনিক ভোরের কাগজের কার্যালয়ে ‘সৌদি আরবে জনশক্তি রফতানির ‍দ্বার উন্মোচন অপার সম্ভাবনাময়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

   

দীপু মনি বলেন, এই দুই মন্ত্রণালয়ের একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। তাহলেই জনশক্তি রফতানি বিষয়ক কাজগুলো সঠিকভাবে করা সম্ভব হবে। এ সমন্বয়ের ফলেই আজ সৌদি আরবের শ্রমবাজার উন্মুক্ত হয়েছে।

তিনি বলেন, সৌদি আরবের শ্রমবাজার আওয়ামী লীগ সরকারের আমলে  বন্ধ হয়নি। ২০০৫ সালে বন্ধ হয়েছে। এরপর ২০০৯ সালের পর থেকে প্রচেষ্টার ফলে আবারও এই শ্রমবাজার উন্মুক্ত হয়েছে।

বৈঠকে দীপু মনির সঙ্গে একমত পোষণ করেন বিশেষ অতিথি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল মজিদ হুমায়ুন। তিনিও পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রনালয়ের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।

বেসরকারিভাবে বিদেশে জনশক্তি পাঠানোর এজেন্সিগুলোর সংগঠন বায়রার সভাপতি আবুল বাশার বলেন, সৌদি আরব বাংলাদেশ থেকে নারী শ্রমিক নেবে। এসব নারী শ্রমিকদের বিনা পয়সায় নেবে সৌদি আরব।

প্রত্যেক নারী শ্রমিককে সৌদি পাঠানোর খরচ হিসেবে বাংলাদেশ সরকারকে এক হাজার ডলার (৭৮ হাজার টাকা) দেবে সৌদি আরব। এর মধ্যে ৫০ থেকে ৫৫ হাজার টাকা শ্রকিদের পাঠাতে খরচ হবে। বাকি টাকা বায়রার থাকবে। এছাড়া বায়রা বাড়তি কোনো টাকা নেবে না বলেও জানান আবুল বাশার।

তিনি ‍আরও জানান, সরকারিভাবে যাদের নিবন্ধন করা রযেছে, শুধু তারাই সৌদি আরব যেতে পারবেন। মিরপুরে এসব শ্রমিকদের তিন মাসের প্রশিক্ষণ দেওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ছয় সপ্তাহ করা হয়েছে।

গোলটেবিল বৈঠকে দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন সৌদি প্রবাসী ব্যবসায়ী এমএ আলাউদ্দিন, ইশতিয়াক আহমেদ, মো. তাজ উদ্দিন ও সোহেল রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।