বরিশাল: বরিশালে সুমন হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বরিশাল জন-নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আলী হায়দার আসামির অনুপস্থিতে এ রায় দেন।
সুমন হাওলাদার বরিশাল মহানগরের মুন্সি গ্যারেজ এলাকার বাসিন্দা।
জন-নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্যাইবুনালের পিপি লস্কর নুরুল হক বলেন, সুমন হাওলাদার একজন মাদক ব্যবসায়ী। ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি গোয়েন্দা (ডিবি) পুলিশের পিএসআই হেলালুজ্জামান বরিশাল সরকারি মহিলা কলেজের পিছনের গেট এলাকা থেকে ২০ মিলিগ্রাম মরফিনসহ আটক করে।
এ ঘটনায় পিএসআই বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশে ২ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বৈচী বিশ্বাস তার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
মামলার ১১ সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। এ সময় আসামিকে আটক করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫