পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারীতে অগ্নিকাণ্ডে ১১ পরিবারের ৩০টি ঘর ও মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে ছোটদাপ গ্রামের তসলিমের বাড়ির রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পঞ্চগড় ও বোদা ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ১১টি পরিবারের ৩০টি ঘর মালামালসহ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাহেদ জানান, আগুনে ওই গ্রামের ১১ পরিবারের প্রায় ৩০টি ঘরবাড়ি ও মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আব্দুল মালেক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫