রাজশাহী: রাজশাহীর তানোরে চলন্ত বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে হরতাল-অবরোধ সমর্থকরা। বোমাটি বাসের লুকিংগ্লাসে লাগায় বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মুন্ডুমালা পৌরসভা এলাকার বুড়াবুড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সিয়াম পরিবহন (মৌলভি বাজার-জ-০৪-০০৯৯) নামে একটি বাস রাজশাহী থেকে তানোর হয়ে আমনুরার উদ্দেশে যাচ্ছিল। পথে বুড়াবুড়ির মোড়ে পৌঁছালে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত্ব বাসের সামনে চালককে লক্ষ্য করে পেট্রোলবোমা ছুড়ে মারে। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়ে চালকের পাশের লুকিংগ্লাসে লাগে। এতে লুকিংগ্লাসে আগুন লেগে যায়। এ সময় বাসের লোকজন ওই আগুন নিভিয়ে ফেলায় পুরো বাস ও যাত্রীরা অল্পের জন্য রক্ষা পান। এ সময় আতঙ্কে হুড়োহুড়ি করতে গিয়ে ৩ যাত্রী আহত হন।
আহতরা হলেন, তানোর উপজেলার মুন্ডুমালা এলাকার খাদিজা (২৫), কলেজ ছাত্র আনোয়ার হোসেন (২২) ও চাঁপাইনবাবগঞ্জ এলাকার রাসেল (২৬)। পরে তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাশকতাকারীদের ধরতে বর্তমানে ওই এলাকায় পুলিশের অভিযান চলছে বলে জানান তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫