ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
মানিকগঞ্জে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন

মানিকগঞ্জ: মানিকগঞ্জে তিন দিনব্যাপী একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।


 
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহিউদ্দীন, জেলা আ‘লীগের সাধারন সম্পাদক পিপি আব্দুস সালাম প্রমুখ।
 
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি দেশে হরতাল আর অবরোধ দিয়ে অরাজকতা চালাচ্ছে। তারা পেট্রোল বোমা মেরে দেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই তাদের সঙ্গে সংলাপে বসার কোনো সুযোগ নেই।

এ বই মেলায় স্থান পেয়েছে ৩০টি বইয়ের স্টল।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।