ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পেট্রোলবোমায় দগ্ধদের আর্থিক সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
বগুড়ায় পেট্রোলবোমায় দগ্ধদের আর্থিক সহায়তা ছবি: প্রতীকী

বগুড়া: চলমান হরতাল-অবরোধে বগুড়ার বিভিন্ন স্থানে পেট্রোলবোমায় দগ্ধদের নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধদের হাতে টাকা তুলে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন।



এ সময় অন্যদের মধ্যে শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মোস্তফা কামাল পাশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মজিবর রহমান মজনু, কলেজের অধ্যক্ষ আহসান হাবীব, উপাধ্যক্ষ রেজাউল আলম জুয়েল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়ার সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু, জেলা আ’লীগ নেতা প্রদীপ কুমার রায়, শাহরিয়ার আরিফ ওপেল, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, শেখ শামীম, সুলতান মাহমুদ খান রনিসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

চিকিৎসাধীন রাফিউল, আব্দুল আজিজ, মোস্তফা, হাজী আব্দুল কাদের, লিটন কাজী, জাহাঙ্গীর প্রামাণিক, আব্দুল কাদের ও মাহমুদ বোরহানসহ ৮ জনকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়।    

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।