গাজীপুর: জেলার শ্রীপুরে বিরোধপূর্ণ জমি দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চু মিয়া (২৮) নামে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চু মিয়া মারা যান।
এরআগে বিকেল ৫টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এতে তাইজুদ্দিন ও তার সহযোগীদের হামলায় প্রতিপক্ষ আন্নাছ মিয়ার বড় ভাই এজাহারুল ইসলাম (৫০), ছোট ভাই ইসলাম উদ্দিন (৩৮), বাচ্চু মিয়া (২৮), ভাতিজা রিপন মিয়া (২৫) ও ছেলে সবুজ মিয়া (২৬) আহত হন।
আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে সন্ধ্যা সাড়ে ৭টায় বাচ্চু মিয়া মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাইজুদ্দিন মাস্টার ও আন্নাছ মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত আট বিঘা জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষ জমির মালিকানা দাবি করে গাজীপুর আদালতে মামলা দায়ের করে। আদালত উভয় পক্ষকে মীমাংসা না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে কাজ না করার নির্দেশ দেয়।
তবে বৃহস্পতিবার বিকেল ৪টায় তাইজুদ্দিন মাস্টার ১০/১২ জন সহযোগী নিয়ে আদালতের নির্দেশ অমান্য করে জমিতে কাঁটা তারের বেড়া নির্মাণ করতে যায়। খবর পেয়ে আন্নাছ মিয়া ও তার লোকজন তাদের বেড়া নির্মাণ করতে বাধা দেয়। এসময় তাজ উদ্দিন গং আন্নাছ মিয়া গংদের ওপর হামলা করে দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করলে পাঁচজন আহত হন।
শ্রীপুর উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আফরোজা শারমিন বাংলানিউজকে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলানিউজকে জানান, একজন মারা গেছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫