সারিয়াকান্দি(বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে মো. মোস্তাফিজার রহমান হিরন (২২) নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি)বিকেল ৫টায় সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাকিল মাহমুদ এ আদেশ দেন।
মোস্তাফিজার রহমান হিরন উপজেলার সদর ইউনিয়নের পার তিতপরল নয়াপাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে।
সারিয়াকান্দি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তাকে সদর ইউনিয়নের পারতিতপরল তিনমাথা মোড় থেকে আটক করে।
এরপর বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাকে ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সারিয়াকান্দি সারিয়াকান্দি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মহিউদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫