জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে সিন্ডিকেট সভা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। সভায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করতে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে এই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাগুলো সিন্ডিকেটকে অবহিত করা হয়েছে। তার ওপর ভিত্তি করে সিন্ডিকেট কিছু নির্দেশনা দিয়েছে। ’
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫