ঢাকা: ভাষা জাতীয় ঐতিহ্যের অংশ, একে অবহেলা করলে ঐতিহ্যের জন্য ঝুঁকিপূণ হতে পারে-বলে মনে করেন ইউরোপিয়ান কমিশনের শিক্ষা, সংস্কৃতি, যুব এবং খেলাধুলা বিষয়ক কমিশনার তিবর নোভ্রাকসিকস।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
বার্তায় তিবর নোভ্রাকসিকস বলেন, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসকে আমি পূর্ণ সমর্থন করি। আমি জানি ভাষা রক্ষার জন্য দিনটি বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ছিল।
‘ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে ২৪টি অফিসিয়ালি ভাষা আছে। রয়েছে ৬০টির মতো আঞ্চলিক ভাষাও। এসব ভাষার প্রতিটিই জাতীয় ঐতিহ্যের অংশ’—বলেন তিনি।
তিবর নোভ্রাকসিকস বলেন, এই ভাষার অবহেলা জাতির জন্য ক্ষতিকর। এমনকি নিজস্ব পরিচয় ও ঐতিহ্যের জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে। কেননা প্রতিটি ভাষাই এক-একটি জাতির পরিচিতি আলাদাভাবে প্রকাশ করে।
একই সঙ্গে দেশবাসীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫