ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
বগুড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: হরতাল-অবরোধের নামে দেশব্যাপী গাড়ি ভাঙচুর, চালক, হেলপার ও যাত্রীদের পুড়িয়ে হত্যার প্রতিবাদসহ নিরাপদ সড়কের দাবিতে বগুড়ায় জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পরিবহন শ্রমিক ইউনিয়ন।
 
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে জেলা সদরের চারমাথা ট্রাক টার্মিনালে এ সভা করেন তারা।



বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডলের সভাপতিত্বে সভায় বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, ৪৩ বিজিবি নওগাঁর কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহিদ হাসান, জেলার সিনিয়র ফায়ার স্টেশন অফিসার মো. রফিকুজ্জামান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মন্ডলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে অগ্নিকণ্ডে কি করণীয় সেসব বিষয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ‘অগ্নি নির্বাপনী মহড়া’ দেখান।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।