ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী চেম্বার সভাপতি আব্দুর রকিবের ইন্তেকাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
ফেনী চেম্বার সভাপতি আব্দুর রকিবের ইন্তেকাল আব্দুর রকিব কাজমী

ফেনী: ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রকিব কাজমী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.. ...রাজিউন)।
 
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের জেলা হেড কোয়ার্টার সংলগ্ন পাগলা মিয়া সড়কের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি।
 
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।  
 
তিনি ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, ব্যবসায়ী সমাজ, ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
 
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে প্রথম নামাজে জানাযা ও ১০টায় শর্শদী ইউনিয়নের নিজ গ্রামে দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্র জানিয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫    




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।