কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)সদস্যরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শাহপরীর দ্বীপের ৫নং সুইচ গেট এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রাতে এক ব্যক্তিকে বিজিবি সদস্যরা তাকে পেছন থেকে ধাওয়া করে। এসময় তিনি একটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে বস্তাটি তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ বিজিবি-৪২ এর অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া ইয়াবা ধ্বংস করা হবে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫