ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চালককে খুন করে পালানোর চেষ্টাকালে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
চালককে খুন করে পালানোর চেষ্টাকালে গ্রেফতার

গাজীপুর: গাজীপুরে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় দু’জন গ্রেফতার হয়েছে।

আটকরা হলো হারিবাড়ির টেক এলাকার জব্বর আলীর (২২) এবং নরসিংদীর পাঁচদোনা এলাকার মিজান।



নিহত চালকের নাম সুজন মিয়া (১৮)। বাড়ি  নরসিংদীর জেলার বৈলেন এলাকায়। তার পিতার নাম বাদল মিয়া।

গাজীপুর মহানগরের জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. একরামুল হক জানান, বুধবার সন্ধ্যার পর নরসিংদীর পাঁচদোনা থেকে টঙ্গী যাওয়ার কথা বলে সুজনের অটোরিকশা ভাড়া নেয় জব্বর ও মিজান। পথে পূবাইলের হারিবাড়ির টেক এলাকার নির্জনস্থানে সুজনকে শ্বাসরোধ করে হত্যা করে ওই দুইজন। তারপর লাশ পাশের একটি ডোবায় ফেলে দেয়। রিকশাটি চালাতে না পারায় তারা ভোররাত ৪টার দিকে পায়চারি করতে থাকে।

এসময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় টহল পুলিশ এগিয়ে গেলে দুইজন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।

এসআই জানান, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার কারণ জিজ্ঞাসা করতে গিয়ে তারা খুন ও ছিনতাইয়ের কথা স্বীকার করে। তারপর দুইজনকে নিয়ে লাশ ও রিকশা উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল হাসান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ও শ্বাসরোধ করে হত্যার চিহ্ন
রয়েছে। লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্ত শেষে মামলা হবে।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘন্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।