ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
সিরাজগঞ্জে বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ৬ ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় ছয়জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টায় এ ঘটনা ঘটে।



আহতরা হলেন-বাসচালক সজিব হোসেন, হেলপার খলিলুর রহমান, যাত্রী মহসিন, রুস্তম আলী, শুভ আহমেদ ও জহুরুল ইসলাম। তাদের সিরাজগঞ্জ রোডের সাখাওয়াত হোসেন মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর মধ্যে রুস্তম আলীর অবস্থা গুরুতর। তার শরীরের ১০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান।
এছাড়া জহুরুল ও শুভ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে চলনবিল নামে একটি বাস রংপুর চাচ্ছিলো। পথে ওই সড়কের কোনাবাড়ি এলাকায় পৌঁছুলে বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ওই ছয়জন দগ্ধ হন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।