ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন ছবি: প্রতীকী

ঢাকা: হরতাল-অবরোধে সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়েছে।



এতে সংগঠনের মহাসচিব মনসুর আলী বলেন, গণতন্ত্র রক্ষার নামে জামায়াত-বিএনপি সারাদেশে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করছে। অযৌক্তিক হরতাল-অবরোধ দিয়ে সহিংসতায় লিপ্ত হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে ধ্বংস করার জন্য দিন গুণে গুণে হরতাল দেওয়া হচ্ছে।

শিক্ষা কার্যক্রমকে হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ স্বপ্নকে ধ্বংস করবেন না। এসএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে হরতাল-অবরোধ প্রত্যাহার করে নিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা গোলাম মোহাম্মদ, সহ-সভাপতি ফোরকান আলী, আব্দুস সাত্তা, যুগ্ম-মহাসচিব মোতাহারুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য রাইসুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময় : ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।