মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ গ্রামে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয়রা জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেনের ইটের ভাটার পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবককে হত্যার পর এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫