ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে বাসের ধাক্কায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
গৌরনদীতে বাসের ধাক্কায় নিহত ২ ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় বাসের ধাক্কায় এক ভ্যানযাত্রী ও ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন।



শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার উজিরপুরের আটক গ্রামের বাসিন্দা ভ্যানযাত্রী ইজ্জত আলী (৮০) ও ভ্যানচালক সেকেন্দার।

গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান চৌধুরী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে বরিশাল থেকে ঢাকাগামী সোনারতরী পরিবহনের একটি বাস ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় এলে একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়।

এতে ভ্যানের যাত্রী ওই বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া ভ্যানচালক ও আরো তিন যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় অশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ভ্যানচালক সেকেন্দারের মৃত্যু হয়। বাকী দু’জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।

ওসি আরো জানান, নিহতদের মৃতদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।