ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দুই বাংলার মানুষের মনের কোনো বাউন্ডারি নাই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
দুই বাংলার মানুষের মনের কোনো বাউন্ডারি নাই মমতা ব্যানার্জি

ঢাকা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বাংলাদেশে আসতে পেরে তিনি খুশি। দুই বাংলার মধ্যে কোনো বিভেদ রাখতে তিনি চান না।

দুই বাংলাদেশই এক করে দেখেন তিনি।

বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছে শুক্রবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে প্রথম আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মমতা ব্যানার্জি।

তিনি বলেন, আমি বাংলাদেশে আসতে পেরে খুবই খুশি। ভাষা আন্দোলনের এই আবেগের দিনে এসে আমরা আপ্লুত।

বাংলাদেশ আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপনের সুযোগ পেয়েছে, এটি বাংলাভাষি হিসেবে আমারদেরও গর্ব, বলেন মমতা ব্যানার্জি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মমতা বলেন, আমরা গোটা পশ্চিমবঙ্গ পরিবার আনন্দিত। আমাদের এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলার মধ্যে  যতই রাজনৈতিক এবং ভৌগলিক বাউন্ডারি থাকুক, মনের কোনো বাউন্ডারি নেই।

হৃদমাঝারে রাখিব ছেড়ে দেবো না, বাংলাদেশ নিয়ে এমন মনের কথা জানিয়ে তিনি বলেন, আমাদের একই সংস্কৃতি, একই খাবার খাই, একই গান গাই।

আমাদের একই রবীন্দ্রনাথ, একই নজরুল, একই লালন, একই ক্ষুদিরাম, একই সুর্যসেন।

মমতা ব্যানার্জি বলেন, আমরা আপনাদের কাছে শুনবো কি কি প্রত্যাশা করেন, কোনো বাধা থাকবে না। মনের দরজা খুলে দিতে হবে। সব শুনবো এবং আমি হয়তো সব বলতে পারি না, জবাব দেব। আমারও কথা রয়েছে।

বিস্তারিত আসছে....

বাংলাদেশ সময় ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

** মমতার সফরে তিস্তা চুক্তি নিয়ে মাথাব্যথা নেই
** ঢাকার এজেন্ডায় তিস্তা, মমতার ইলিশ
** অনেক আন্তরিকতা নিয়ে এসেছি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।