নাটোর: ২৪ ফেব্রুয়ারি নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে আওয়ামী নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সুশান্ত-পারভেজ প্যানেল ও বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে টগর- কাদের প্যানেল প্রতিদ্বন্দিতা করছে।
সমন্বয় পরিষদের প্রার্থীরা হলেন- সভাপতি সুশান্ত কুমার ঘোষ, সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম পারভেজ সিনিয়র সহসভাপতি আব্দুর-১ (ছানা), জুনিয়র সহসভাপতি শামসুল হক ভূঁইয়া, যুগ্মসাধারণ সম্পাদক আল মামুন সরকার, কোষাধ্যক্ষ কাজী তাজউদ্দিন আহমেদ গোলাপ, পাঠাগার সম্পাদক আতিকুল হক, নিরীক্ষণ সম্পাদক আঞ্জুয়ারা পারভিন রত্না, ম্যাগাজিন সম্পাদক মোহাম্মদ দিলনেওয়াজ মিন্টু, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিতাংশু ভট্টাচার্য ও মহিলা সম্পাদিকা আরজুমান্দ বানু পুষ্প।
অন্যদিকে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন- সভাপতি আলহাজ মো. রুহুল আমিন তালুকদার টগর, সাধারণ সম্পাদক আলহাজ মো. আব্দুল কাদের মিয়া, সিনিয়র সহসভাপতি শামসুল আলম, জুনিয়র সহসভাপতি জালাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান লাবলু, কোষাধ্যক্ষ আব্দুর রহমান প্রাং, পাঠাগার সম্পাদক এস এম আব্দুল মোমিন বাবু, নিরীক্ষণ সম্পাদক এস এম লুৎফর রহমান রাব্বানী, ম্যাগাজিন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম-২, মহিলা সম্পাদিকা দিনাই তাছরিন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল বাংলানিউজকে জানান, নির্বাচনে ১৪ টি পদে মোট ২৫৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বার ভবনের মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫