সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে আব্দুল বাসেদ (৪৭) নামে এক গাঁজা বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়।
সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন বাংলানিউজকে জানান, সকালে গাঁজা বিক্রির সংবাদ পেয়ে উপজেলার নারচী বাজারে অভিযান চালায় পুলিশ। এসময় গাঁজাসহ আব্দুল বাসেদকে আটক করা হয়।
পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করবে।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫