ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বিদেশি মাদকসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
রাজধানীতে বিদেশি মাদকসহ আটক ২ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মহাখালীতে বিদেশি মাদকসহ দুই ব্যক্তিকে আটক করেছে ৠাব।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ৠাব-১’র অপারেশন অফিসার এসএসপি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।



আটকরা হলেন- আলমগীর হোসেন (৫৭) ও অটোরিক্সা চালক মোহাম্মদ জামাল (৪০)।

এ বিষয়ে কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দু’ব্যক্তি সিএনজি চালিত অটোরিকশাযোগে বিদেশি মাদক নিয়ে মহাখালী রেলগেট এলাকা দিয়ে যাচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকা দিয়ে চলাচলাকারী অটোরিকশায় তল্লাশি চালানো হয়।

এ সময় একটি অটোরিকশা থেকে ৯৬ ক্যান বিদেশি বিয়ার, ১০ বোতল উইস্কি জব্দ করা হয়। আটক করা হয় ওই দু’ব্যক্তিকেও।

আটকদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানান এসএসপি কামরুল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।