ঢাকা: জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের কারণে পৃথিবীর সাত মহাদেশের জলবায়ু পরিস্থিতি নিয়ে ‘এনকাউন্টার-৮’ শিরোনামে প্রদর্শনীর আয়োজন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির আর্থ ক্লাব।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নর্থ-সাউথ ইউনিভার্সিটির বিনোদন কেন্দ্রে ‘এনকাউন্টার-৮’ প্রদর্শনীর আয়োজন করা হয়।
বেলা সাড়ে ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যায়লের উপাচার্য অধ্যাপক আমিনুল ইউ সরকার।
পৃথিবীর সাত মহাদেশের জলবায়ুর বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে এই প্রদর্শনীর বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। জনসচেতনতা বাড়ানো প্রদর্শনীর মূল উদ্দেশ্য।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল ইউ সরকার বলেন, আইনের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা যাবে না। এজন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বাড়াতে হবে।
তিনি বলেন, পরিবেশবাদীরা অনেক কাজ করছেন কিন্ত ফলাফল আসছে না। এর কারণ হলো উন্নত দেশগুলো তাদের শিল্প কারখানা থেকে নির্গত কার্বন-ডাই অক্সাইডের পরিমাণ কমাতে পারছে না। এ কারণে পৃথিবীর স্বল্পোন্নত দেশগুলোই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেনজির আহমেদ বলেন, আমরা নিজেদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশকে ধ্বংস করছি। শিক্ষার্থীদের এ ধরনের প্রদর্শনীকে আমি স্বাগত জানাই। শুধু বিশ্ববিদ্যালয়ের ভেতরেই নয়, বাইরেও এ প্রদর্শনীর মাধ্যমে গণসচেতনতা বাড়াতে সব ধরনের সহায়তা করবো।
বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল আহমেদ বলেন, নৈতিক অবক্ষয়ের কারণে আমরা আমাদের পরিবেশকে বাঁচাতে পারছি না। ধীরে ধীরে জলবায়ু পরিবর্তন হচ্ছে।
তিনি বলেন, উন্নত দেশগুলো গাছপালা কেটে শিল্প কারখানা স্থাপন করছে। এ কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর এজন্য স্বল্পোন্নত দেশগুলো হুমকির মুখে পড়ছে।
তিনি আরো বলেন, এখন সময় এসেছে আমাদের দেশকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচানোর।
‘এনকাউন্টার-৮’ প্রদর্শনীকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এমন গবেষণাধর্মী প্রদর্শনীর মাধ্যমে দেশের সব মানুষকে জলবায়ু পরিবর্তন ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানাতে হবে।
কারণ বুড়িগঙ্গা নদীর পানি এখন সম্পূর্ণ বিষাক্ত। এই পানিতে হাত ডুবালে হাত পুড়েও যেতে পারে। আমাদের এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।
প্রদর্শনীর মিডিয়া পার্টনার বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাকারিয়া, আর্থ ক্লাবের প্রেসিডেন্ট আরাফাত ইনতেসার, ভাইস প্রেসিডেন্ট ইয়াসিন আহমেদসহ আরো অনেকে।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫