যশোর: যশোর কেন্দ্রীয় কারাগারে আব্দুর রহমান (২৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আব্দুর রহমান যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকার আব্দুল করিম ওরফে কাঞ্চনের ছেলে ও যশোর কেন্দ্রীয় কারাগারের ৯৩০৮ নম্বর হাজতি।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আক্তারুজ্জামান মীর্জা বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গ্যাস্ট্রিকজনিত কারণে অসুস্থ হলে তাকে কারাগার কর্তৃপক্ষ হাসপাতলে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। তবে, হাসপাতাল রেজিস্ট্রারে পয়জনিক (বিষক্রিয়া) বলে উল্লেখ করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু বাংলানিউজকে বলেন, মৃত আব্দুর রহমান তার স্ত্রী ফাতেমা বেগমের দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় গত ১৯ ডিসেম্বর আটক হন। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার এসএম মহিউদ্দীন হায়দার বাংলানিউজকে বলেন, আব্দুর রহমান জেলখানায় আসার পর থেকে অসুস্থ ছিলেন। তিনি কারাগার হাসপাতালে ভর্তি ছিলেন বুকে ব্যথাজনিত কারণে। বৃহস্পতিবার রাতে ব্যথা বেশি হলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তার মৃত্যুর কথা জানতে পারি।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫