ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বাস উল্টে আহত ২১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
কিশোরগঞ্জে বাস উল্টে আহত ২১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে বাস উল্টে ২১ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মুসা গ্রামের কাশেম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জলঢাকা থেকে চট্টগ্রামগামী রোমার পরিবহনের একটি বাস কাশেম বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।   এতে বাসের ২১ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আহতরা  হলেন- জলঢাকা উপজেলার আফিজার রহমান (২৫), আব্দুল জলিল (৩৫), আইনুল হক (৩৫), ইদ্রিস আলী (২৫), মফিজার রহমান (৫০), মালু মিয়া (২৮), আইনুল হক (৩৫), ওয়ালিয়ার রহমান (৩৫), ফরিজুল ইসলাম (৩০), মাহফুজার রহমান (৪২), শফিউল ইসলাম (২৬), লোকমান আলী (৪৫), রফিকুল ইসলাম (৪০), মোকছেদুল ইসলাম (৪০), মিজানুর রহমান (২৭), মোজাহিদ হোসেন (২২), ছলিম হোসেন (৫৫) ও আকরাম হোসেন। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
 
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোস্তাফিজার রহমান বাংলানিউজকে জানান, বাস চালক, সুপারভাইজার কাউকে আটক করা যায়নি। চিকিৎসাধীন যাত্রীদের খোঁজখবর রাখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।