ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সহিংসতার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
সহিংসতার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ

গোপালগঞ্জ: ২০ দলীয় জোটের সহিংসতার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৪ দল।

শুক্রবার সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী এলাকায় এসে শেষ হয়।

সেখানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক চৌধুরী এমদাদুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলি খান, আওয়ামী লীগ নেতা এস এম আক্কাস আলি,শেখ মোহাম্মদ ইউসুফ আলি, হাসান কবির ছানু, এম. বদরুল আলম বদর, জাসদ নেতা শেখ মাসুদুর রহমান, মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।