গোপালগঞ্জ: ২০ দলীয় জোটের সহিংসতার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৪ দল।
শুক্রবার সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
সেখানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক চৌধুরী এমদাদুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলি খান, আওয়ামী লীগ নেতা এস এম আক্কাস আলি,শেখ মোহাম্মদ ইউসুফ আলি, হাসান কবির ছানু, এম. বদরুল আলম বদর, জাসদ নেতা শেখ মাসুদুর রহমান, মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫