ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে শিক্ষক ও পরীক্ষার্থীর জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
পাঁচবিবিতে শিক্ষক ও পরীক্ষার্থীর জেল-জরিমানা

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে দাখিল পরীক্ষায় দুই মাদ্রাসা শিক্ষক ও এক পরীক্ষার্থীর জেল-জরিমানা এবং তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।  
 
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দাখিল পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন ও সহায়তা করার অভিযোগে তাদের এসব দণ্ড দেয় উপজেলা প্রশাসন।


 
সংশ্লিষ্ট সূত্র জানায়, পাঁচবিবি উপজেলার ধূরইল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল মান্নানকে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই উপজেলার শাইলট্টি মাদ্রাসার সহকারী শিক্ষক আনিসুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  
 
এছাড়া, ধুরইল মাদ্রাসার এক পরীক্ষার্থীকে ১০০ টাকা জারিমানা করা হয়। একই উপজেলার লাল বিহারী পাইলট উচ্চবিদ্যালয় (এলবিপি) কেন্দ্রে আরো তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
 
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর উদ্দিন  এসব বিষয় নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দাখিল ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে দুই শিক্ষককে পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের উত্তর বলে দেওয়া ও উত্তর লিখে সহায়তা করার সময় হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় তাদের জেল-জরিমানা করা হয়েছে। এছাড়া, জরিমানার দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থী ওই শিক্ষকদের সহায়তা গ্রহণ করছিলেন।  
 
এদিকে, ওই উপজেলার এলবিপি পরীক্ষা কেন্দ্রের তিন পরীক্ষার্থীকে নকল করায় বহিষ্কার করা হয়।
 
তবে, শিক্ষার্থীদের ভাবিষ্যতের কথা চিন্তা করে ইউএনও তাদের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেন।
 
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।