ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া ফেরিঘাটে সংঘর্ষে এসআই আহত, ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
শিমুলিয়া ফেরিঘাটে সংঘর্ষে এসআই আহত, ২ যুবক আটক ছবি: প্রতীকী

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়া ফেরিঘাটে স্পিডবোটের সিরিয়াল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় ইউনুছ আলী নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

 
 
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।  
 
আটক যুবকরা হলেন- রকি ও আব্দুল আহাদ। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।  
 
ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোটরসাইকেল জব্দ করে। আহত এসআইকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
 
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বাংলানিউজকে জানান, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে শিমুলিয়া ফেরিঘাটে স্পিডবোটের সিরিয়াল নিয়ে স্থানীয় লোকজনের দু’পক্ষে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  
 
এ সময় মোটরসাইকেলে করে মহড়া দিতে আসা দুই যুবক রকি ও আহাদকে আমেরিকায় তৈরি একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ আটক করে পুলিশ।
 
এ সময় নৌ-ফাঁড়ির এসআই ইউনুছ আহত হন বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।