ঢাকা: আধুনিক প্রযুক্তির মাধ্যমে পোল্ট্রির উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি প্রাণী স্বাস্থ্যের সব রোগের ওষুধ সরবরাহ করছে এসিআই অ্যানিমেল হেলথ। প্রায় আড়াইশ’ পণ্য নিয়ে দেশের খামারিদের কাছে পৌঁছে গেছে প্রতিষ্ঠানটি।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ৯ম আন্তর্জাতিক পোল্ট্রি প্রদর্শনীতে অংশ নেওয়া এসিআই অ্যানিমেল হেলথ’র স্টল ঘুরে এসব তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শুরু হওয়া তিন দিনব্যাপী এ প্রদর্শনী শেষ হবে শনিবার।
এসিআই অ্যানিমেল হেলথ’র বিজনেস ডিরেক্টর মোহাম্মদ শাহিন শাহ বলেন, কোন রোগে কোন ওষুধ দরকার খামারিরা তা আমাদের মাধ্যমে জানার পর ওষুধ ব্যবহার করতে পারবেন। উন্নত মানের চিকিৎসা ও ওষুধের সেবা দিয়ে দেশের প্রাণী সম্পদকে আরও সমৃদ্ধশালী করতে আমরা কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে খামারিদের সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।
তিনি জানান, আর্দ্রতা মেপে নেওয়ার পদ্ধতি, কী পরিমাণ ময়েশ্চার আছে, অক্সিজেন মাপার যন্ত্রসহ বিভিন্ন বিষয়ে জানার পর খামারিরা ওষুধ সংগ্রহ করে প্রাণীদের খাওয়াতে পারবেন। এছাড়া গবাদি পশুর আল্ট্রাসনোগ্রাফি করে সার্বিক পরিস্থিতি জানার ব্যবস্থাও রয়েছে। ল্যাবের মাধ্যমেও পশুদের চিকিৎসা ব্যবস্থার কথা জানান তিনি।
এসিআই অ্যানিমেল হেলথ’র প্রোডাক্ট এক্সিকিউটিভ ডা. মোনায়ার হোসাইন বলেন, প্রাণীদের যে কোনো রোগের ওষুধ আমাদের রয়েছে। নিজেদের পণ্যের পাশাপাশি বিদেশি উন্নত প্রতিষ্ঠানের ওষুধও আমরা সরবরাহ করছি। খামারিদের সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
স্টল সূত্র জানায়, তৈল ও চর্বি জাতীয় খাদ্যের হজম বৃদ্ধিকারক এবং দ্রুত ওজন বৃদ্ধির জন্য ইউরোলিপিড, নন অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রোমটর এবং অ্যান্টিবায়োটিক রিডিউসারের জন্য ভিটা বায়োটিক, অধিক দুধের জন্য ফার্মাটেন ডি, ইমিউন স্টিমুলেন্ট (স্পেসিফিক ও নন-স্পেসিফিক) এর জন্য বিটামিউন, হার্বাল ফিড অ্যাডিটিভ ও গ্রোথ প্রোমোটর স্যাংগ্রোভিটসহ বিভিন্ন ওষুধ রয়েছে, যা খামারিরা ব্যবহার করে বেশ উপকৃত হচ্ছেন।
প্রদর্শনীতে এসিআই লিমিটেডের ‘এসিআই অ্যানিমেল হেলথ’র স্টলে গিয়ে দেখা যায়, খামারিরা ওই প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য সম্পর্কে ধারণা নিচ্ছেন। তাদের দেওয়া হচ্ছে বিভিন্ন তথ্য সংবলিত লিফলেট।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
** পোল্ট্রি শিল্প বিষয়ক তথ্য মিলছে প্রদর্শনীতে