ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জাবিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
জাবিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার।

রাত ১২টা ০১মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।



এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, অনুষদ ডীন, রেজিস্ট্রার, শিক্ষক, অফিসার, কর্মচারী, ছাত্র উপাচার্যের সঙ্গে ছিলেন।

উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব, শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মচারি সমিতি, কর্মচারি ইউনিয়ন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগ ও অন্যান্য সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

একুশে ফেব্রুয়ারির উপলক্ষে শনিবার ভোর সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অফিসার ক্লাবের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে শহীদ মিনার অভিমুখে প্রভাতফেরী করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।