ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে ২ গ্রাম প্লাবিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে ২ গ্রাম প্লাবিত

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত হয়েছে। নদীর পানিতে ভেসে গেছে ঘর-বাড়ি, গবাদি পশু ও পুকুর-মাছের ঘের।



শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত গভীররাতে উপজেলার বিছট গ্রামের মোল বাড়ির সামনে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে ওই গ্রামসহ পার বিছট গ্রাম প্লাবিত হয়।

স্থানীয় আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম লিটন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রাতেই এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ সংস্কার শুরু করে। শনিবার সকাল সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখার সময় বাঁধ সংস্কার চলছিল।

ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে না পারলেও তিনি বলেন, রাত থেকে সংস্কারের চেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রবল স্রোতে কোনোভাবেই তা সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।