সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালিতলা গ্রোয়েন বাঁধ সংলগ্ন যমুনা নদীর ঘাট থেকে এক গ্রাম হেরোইনসহ মো. শামস উদ্দিন (৩৫) নামে এক মাদক সেবী ও বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।
আটক মো. শামস উদ্দিন সারিয়াকান্দি পৌর এলাকার ধাপ গ্রামের মৃত দিছার ফকিরের ছেলে।
সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে দুপুরে শামস উদ্দিনকে আদালতে পাঠাবে পুলিশ।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫