ঢাকা: অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আবারও ঝুম বৃষ্টি নেমেছে। আগের চেয়ে এবারের বৃষ্টিপাত অনেক বেশি মাত্রায় রেকর্ড হচ্ছে।
স্থানীয় সময় শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিট (বাংলাদেশ সময় বেলা ১১টা ৫ মিনিট) পর্যন্তও বৃষ্টিপাতের খবর জানিয়ে যাচ্ছিল ক্রিকবাজ। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পুল এ’র এই ম্যাচ কাটছাঁট করে হলেও খেলার পরিকল্পনা আইসিসি কর্তৃপক্ষ রাখছিল, কিন্তু সে পরিকল্পনাও ভেস্তে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
ক্রিকবাজ বলছে, পরিকল্পনা অনুযায়ী অন্তত ২০ ওভার করে উভয় পক্ষের খেলার সুযোগ নিশ্চিত সাপেক্ষে ম্যাচ শুরু করার কথা থাকলেও তার অনেক আগ থেকেই মাঠ প্রস্তুতের কথা রয়েছে। যেহেতু ২০ ওভার করে খেলতে হলে অন্তত সাড়ে ৬টার (বাংলাদেশ সময় দুপুর আড়াইটা) মধ্যে খেলা শুরু করতে হবে, সেহেতু কয়েক ঘণ্টা আগ থেকেই মাঠ প্রস্তুতের কার্যক্রম শুরু করতে হবে। কিন্তু বিকেল ৩টা ৫ মিনিট (বাংলাদেশ সময় ১১টা ৫ মিনিট) পর্যন্তও ভারী বৃষ্টিপাত সেই কার্যক্রমে নামার কথাও ভাবতে দিচ্ছে না।
অস্ট্রেলিয়ান ক্রিকেট বিশ্লেষক অ্যান্ড্রু রামসে বলেন, গ্যাবা মাঠে আগের চেয়ে অনেক বেশি বৃষ্টি নেমেছে। এ কারণে খেলার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে।
ওয়াইড ওয়ার্ল্ড অব স্পোর্টস নামে একটি সংবাদমাধ্যমের পক্ষ থেকে বলা হয়, ব্রিসবেনে ঝুম বৃষ্টি নামায় খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে এলো। গ্রাউন্ডসম্যানরা পুরো মাঠে কাভার টেনে দিয়েছেন।
এসব বিবেচনায় খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করছে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমসহ আয়োজক কর্তৃপক্ষ। যদিও বাংলাদেশ সময় সাড়ে ১২টার মধ্যে খেলার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে আইসিসি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডের ব্রিসবেনের গ্যাবা মাঠে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিরূপ আবহাওয়ার কারণে খেলা পিছিয়ে যায়।
আইসিসির সংশ্লিষ্টদের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রয়োজনে দেরি করে হলেও ম্যাচ শুরু হতে পারে। দু’পক্ষ অন্তত ২০ ওভার করে খেলার সুযোগ পেলেও একটি ম্যাচ ভালভাবে শেষ হতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
যদি অন্তত ২০ ওভার করে খেলার জন্যও অপেক্ষায় থাকা হয়, তবে ব্রিসবেনের মাঠে চোখ রাখতে হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটা ও স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।
গত ক’দিন ধরেই ব্রিসবেনসহ পুরো কুইন্সল্যান্ডের ওপর দিয়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে বৃষ্টি। এরমধ্যে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আঘাত হানে মার্সিয়া নামে একটি ঝড়। খবর এসেছে ঝড় মার্সিয়া ব্রিসবেনে ধ্বংসযজ্ঞ চালিয়ে দুর্বল হয়ে গেছে। তবে, কুইন্সল্যান্ডজুড়ে অর্ধশতাধিক স্কুলসহ অসংখ্য বাড়িঘর চূর্ণ করে গেছে ঝড়টি।
শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে আইসিসির পক্ষ থেকে ঘূর্ণিঝড়ে আক্রান্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়, যেহেতু পুল পর্বের (প্রথম পর্বের) জন্য কোনো রিজার্ভ দিন নেই, সেহেতু কীভাবে ম্যাচটি শুরু করা যায় আমরা সেটিই ভাববো। পরিস্থিতি বিবেচনায় আইসিসির কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।
স্থানীয় সময় দুপুর আড়াইটার আগে আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, বিকেল ৪টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ থাকলেও সেটা সর্বোচ্চ ৩-১৫ মিলিমিটার পর্যন্ত হতে পারে। আর বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা মাত্র ২০ শতাংশ। এরপরও বৃষ্টি হলে সেটা শূন্য মিলিমিটারও ছোঁবে না।
এতো হিসাব-নিকাশের পরও যদি খেলা মাঠে না গড়াতে পারে- তবে, পুল এ-ভুক্ত বাংলাদেশ ও অস্ট্রেলিয়া উভয়ে এক পয়েন্ট করে অর্জন করবে। ইতোমধ্যেই নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে তিন পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
** টিকেটের মূল্য ফেরত দেওয়া হবে, যদি...
** সম্ভাবনা জিইয়ে থাকছে দুপুর আড়াইটা পর্যন্ত
** জিইয়ে আছে টাইগার-ক্যাঙ্গারু লড়াইয়ের সম্ভাবনা