বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে অজ্ঞাতপরিচয় (৩২) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পৌরসভার সাদিপুর গ্রামের ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সাদিপুর গ্রামে সীমান্তবর্তী এলাকায় অজ্ঞাতপরিচয় মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে যশোর মর্গে পাঠায় পুলিশ।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাবুর হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫