ঢাকা: প্রভাতফেরি, পুষ্পার্ঘ অর্পণ, শপথ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, চিত্রাঙ্কন-হাতেরলেখা প্রতিযোগিতা ও রক্তদানের মধ্য দিয়ে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
বাংলানিউজের করেসপন্ডেন্টদের পাঠানো খবর:
ফেনী: শনিবার রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে ফেনী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামে প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষের।
প্রথমে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন- ফেনী জেলা প্রশাসক হুমায়ুন কবির খন্দকার।
এরপর ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে ফেনী জেলা আওয়ামী লীগ পুষ্পস্তবক অর্পণ করে।
ফেনীর পুলিশ সুপার রেজাউল হক, ফেনী রিপোর্টার্স ইউনিটি, ফেনী প্রেসক্লাব, ফেনী জেলা জাতীয় পার্টি, সম্মিলিত সাংস্কৃতিক সংসদ, লায়ন ক্লাব, রোটারি ক্লাবসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
নীলফামারী: নীলফামারী শহরের শিশু পার্ক চত্বরে নবনির্মিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয় বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণি-পেশার প্রতিনিধিদের পক্ষ থেকে।
প্রথম প্রহরে জেলা প্রশাসক মো. জাকীর হোসেন পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন আগতরা।
একুশ পালন কর্মসূচির আগে রংপুর বিভাগের মধ্যে নীলফামারীতে নির্মিত বৃহৎ শহীদ মিনার উদ্বোধন করেন নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ।
উদ্বোধনী আয়োজনে জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, জেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু প্রমুখ বক্তব্য রাখেন।
তালা (সাতক্ষীরা): ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সাতক্ষীরার তালা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে র্যালি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় একুশের প্রথম প্রহরেই ফুলে ফুলে ভরে ওঠে উপ-শহরের কেন্দ্রীয় শহীদ মিনার বেদি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হাতে ফুল ও মুখে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’ সেই কালজয়ী গান গেয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে বিভিন্ন বয়সের নারী-পুরুষ।
রাত ১২টা ১ মিনিটে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ, তালা রিপোটার্স ক্লাব, প্রেসক্লাব, বে-সরকারি সংস্থা উত্তরণ, পাঠক ফোরাম, শ্রমিকলীগ, ছাত্রলীগ, তালা সরকারি কলেজ, মহিলা কলেজ, শহীদ মুক্তিযোদ্ধা কলেজ, তালা ফাযিল মাদ্রাসা, বিদে সরকারি উচ্চ বিদ্যালয়, শহীদ আলী আহমেদ সরকারি বালিকা বিদ্যালয়, শিশুতীর্থ, আল আমীন একাডেমি, তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে।
সকালে প্রভাতফেরি শেষে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, তালা থানার ওসি মো. রেজাউল ইসলাম, তালা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আবু বকর সিদ্দীক।
এসময় আরও বক্তব্য রাখেন- মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, নজরুল ইসলাম, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম জাহিরুল হাসান, জেলা উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মহিবুল্লাহ মোড়ল, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান এবং সাংবাদিক আব্দুল আলীম।
পরে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বান্দরবান: রাত ১২টা এক মিনিটে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন, বান্দরবান জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বান্দরবান প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, জেলা পুলিশ, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। এছাড়া শহীদ মিনারে জেলার অন্তত ৩০টি সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
এসময় শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী ও পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য প্রমুখ।
উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, জেলা পরিষদ সদস্য কাজী মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ প্রমুখ।
বরগুনা: রাত ১২টা ১মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজরো মানুষের ঢল নামে বরগুনা শহীদ মিনারে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ শুরু হয়।
প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম রাষ্ট্রের পক্ষে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পর্যায়ক্রমে পুলিশ সুপার সাইফুল ইসলাম, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) গোলাম মোহাম্মাদ ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, প্রেসক্লাব, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম, স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উন্নয়ন সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
চুয়াডাঙ্গা: রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন ভাষা শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার রশীদুল হাসান, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার একে একে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দেয়।
এছাড়া চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দর্শনা পৌরসভার মেয়র মহিদুল ইসলাম, অনির্বান থিয়েটার ও দর্শনা গণউন্নয়ন গ্রন্থগারসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন একুশের প্রথম প্রহরে দর্শনা সরকারি কলেজের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে।
কুবি(কুমিল্লা): কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ,সমাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদদের ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন।
ঢাকা(দক্ষিণ): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শহীদদের স্মরণে প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, চিকিৎসক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করেছে।
রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে প্রথম পুস্পস্তবক অর্পণ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম। এরপর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, প্রচারলীগ, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নবাবগঞ্জ থিয়েটার, মানবাধিকার সংগঠন শহীদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
একুশের প্রথম প্রহরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন লক্ষ্মীপুর-১ সদর আসনের এমপি একেএম শাহজাহান কামাল, জেলা প্রশাসক একেএম টিপু সুলতান, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য সামছুল ইসলাম পাটোয়ারী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।
মাগুরা: প্রভাতফেরি, পুস্পার্ঘ অর্পণ, শপথ, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন-হাতেরলেখা প্রতিযোগিতা ও রক্তদানের মধ্য দিয়ে মাগুরায় যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদ দিবস পালন করা হচ্ছে।
ভোর থেকে পুস্পস্তবক নিয়ে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এ সময় তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন ও ফুল নিয়ে প্রভাতফেরিতে অংশগ্রহণ করে।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ রেড ক্রিসেন্টের উদ্যোগে রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়। এদিকে মহান ভাষা শহীদ দিবস উপলক্ষে শিশু একাডেমির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় চিত্রাঙ্কন ও সুন্দর হাতেরলেখা প্রতিযোগিতা।
রাবি(রাজশাহী): যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর মিজানউদ্দিনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপউপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রফেসর এন্তাজুল হক, ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ইলিয়াছ হোসেন ও প্রক্টর প্রফেসর তারিকুল হাসান প্রমুখ।
এরপর পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, রাবি প্রেসক্লাব, শহীদ স্মৃতি সংগ্রহশালা, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, রাবি সাংবাদিক সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, রাবি রোভার স্কাউট ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
পাবনা: রাত ১২টা ০১ মিনিটে পাবনা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন- পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্যের পক্ষে পাবনা জেলা আওয়ামী লীগের নেতারা, জেলা প্রশাসক কাজী মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, জেলা পরিষদের প্রশাসক এম সাইদূল হক চুন্নু, প্রেসক্লাব, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি অ্যাডওয়ার্ড কলেজ, পাবনা কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, স্কয়ারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
এছাড়া, বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ: ২১ এর প্রথম প্রহরে গোপালগঞ্জ পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সূর্যোদয়ের পরপরই বের হয় প্রভাতফেরি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন পৃথকভাবে প্রভাত ফেরির আয়োজন করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তারা।
এছাড়া, শিশুদের চিত্রাঙ্কন, হাতের লেখা, রচনা, আল্পনা, ভাষা ও দেশের গান প্রতিযোগিতা, জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বই মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধুপুর (টাঙ্গাইল): শোভাযাত্রার মাধ্যমে মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা জানায় মধুপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, উপজেলা বিএনপি, মধুপুর মুক্তিযোদ্ধা সংসদ, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়, মধুপুর প্রেসক্লাব, মধুপুর ক্লাব ও নজরুল একাডেমি।
পরে শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময়- উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরকার, ইউএনও মুক্তাদির আজিজ, সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা, মুক্তিযোদ্ধা কমান্ডার পরিমল কান্তি গোস্বামী, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খান, রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক লুলু, মধুপুর জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব মাসুদ পারভেজসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া: রাত ১২টা ০১ মিনিটে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও পুলিশ সুপার প্রলয় চিসিম পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। পরে, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ছাড়াও ছাত্র, যুব, নারী, শ্রমিক, শিশু-কিশোর সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
মৌলভীবাজার: একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান- সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি, জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান পুলিশ সুপার (এএপি) মোহাম্মদ তোফায়েল আহমদ, পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন প্রমুখ। এ সময় প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, দুদক, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
সিরাজগঞ্জ: সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জের শহরের ইবি রোডস্থ শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন- জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর রুহুল আমিন বাবু প্রমুখ।
ফেনী: একুশের প্রথম প্রহরে শহীদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন- ফেনী জেলা প্রশাসক হুমায়ুন কবির খন্দকার। এরপর ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে ফেনী জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর ফেনীর পুলিশ সুপার রেজাউল হক, ফেনী রিপোর্টাস ইউনিটি, ফেনী প্রেসক্লাব, ফেনী জেলা জাতীয় পার্টি, সম্মিলিত সাংস্কৃতিক সংসদ, লায়ন ক্লাব, রোটারি ক্লাবসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
এছাড়াও দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫