ঢাকা: ক্যান্সারে আক্রান্ত প্রকাশিতব্য দৈনিক আজকের পত্রিকার প্রধান প্রতিবেদক হোসাইন জাকির আর নেই।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩০ টায় রাজধানীর মিরপুর ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি.. রাজিউন)।
শনিবার রাত ৮টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রোববার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চন্দনাইশ থানার গাছবাড়িয়া গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এক বিবৃতিতে হোসাইন জাকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
হোসাইন জাকিরের স্ত্রী ফরিদা ইয়াসমিন, কন্যা নিলয় (১৪), ছেলে আকাশ (১১) ও দেড় বছরের স্বপ্ন নামে এক শিশুছেলে রয়েছে।
দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে সাংবাদিকতা পেশায় কর্মরত জাকির বছর খানেক আগে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের পরামর্শে বায়োপসি রিপোর্ট করানো হলে মুখে ক্যান্সারের বিষয়টি ধরা পড়ে। এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সাংবাদিক হোসাইন জাকিরকে উন্নত চিকিৎসার জন্য গত বছরের (২০১৪ সাল) অক্টোবরে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ব্যবস্থাপত্র নিয়ে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে ঢাকার মিরপুরে ডেল্টা হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
চট্টগ্রামের দৈনিক আজাদী দিয়ে সাংবাদিকতা শুরু করা হোসাইন জাকির দীর্ঘ প্রায় ১৮ বছর সক্রিয় ছিলেন এ পেশায়। দৈনিক মানবজমিন হয়ে দৈনিক আজকের কাগজ, দৈনিক যুগান্তরে কাজ করেছিলেন দীর্ঘ দিন ধরে। যুগান্তরে বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করার একপর্যায়ে যুক্ত হন আলোকিত বাংলাদেশের সঙ্গে। সেখানে দায়িত্ব নেন প্রধান প্রতিবেদকের। সর্বশেষ তিনি দৈনিক আজকের পত্রিকায়ও প্রধান প্রতিবেদকের দায়িত্বে ছিলেন। পেশাজীবনে সাংবাদিকতায় সেরা প্রতিবেদনের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০০৪, ২০০৬, ২০০৭ ও ২০০৯ এবং ২০১১ সালে ইউনিসেফ পুরস্কার পান হোসাইন জাকির।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫, আপডেট ১৮২৬