কুষ্টিয়া: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করার দায়ে কুষ্টিয়ার কুমারখালীর মীর মোশাররফ হোসেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহা আক্তার এ জরিমানা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব বাংলানিউজকে জানান, বিদ্যালয়ে পতাকা উত্তোলন করেনি এমন সংবাদের ভিত্তিতে কুমারখালী থানা পুলিশ ওই প্রধান শিক্ষককে আটক করে।
দুপুরে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার সাহেলা আক্তারের কার্যালয়ে প্রধান শিক্ষককে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রধান শিক্ষক আব্দুল জলিলকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা না তোলা খুবই অন্যায় কাজ। অভিযুক্ত শিক্ষকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বাংলাদশে সময়: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫