ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী নুরুল আমিন (৫৫) নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পৌর সদরের কাকনহাটি গ্রামের কাঁচামাল ব্যবসায়ী নূরুল আমিন গং ও মজনু মিয়া গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।
সকালে নূরুল আমিন জমি চাষ করতে গেলে মজনু মিয়া ও তার ভাগ্নে রোমান মিয়া স্বদলবলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে তার ওপর আক্রমণ করে।
ওই সময় নূরুল আমিনকে বাঁচাতে স্ত্রী সন্তানরা এগিয়ে আসলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের হামলায় নূরুল আমিন, স্ত্রী আনোয়ারা, ছেলে রমজান, জয়নাল, কদ্দুছ ও পুত্র বধু তানিয়া গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় নূরুল আমিন মারা যান।
বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান।
তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে হামলাকারী মজনু মিয়ার বোন ফজিলা খাতুনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা ফেব্রুয়ারি ২১, ২০১৫