কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনায় ইঞ্জিন চালিত একটি নৌকা ডুবির ঘটনায় হ্যাপি আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধনু নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, করিমগঞ্জ উপজেলার চামড়া নৌবন্দর থেকে ৫০/৬০ জন যাত্রী ও অন্যান্য মালামাল নিয়ে একটি নৌকা নেত্রকোনা জেলার খালিয়াজুড়িতে যাচ্ছিলো। বিকেল সাড়ে ৩টার দিকে ইটনা উপজেলা সদরের এরশাদ নগর শিবির এলাকায় ধনু নদীতে নৌকাটি ডুবে যায়।
এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও নদীতে ডুবে হ্যাপি নামে এক শিশুর মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, নৌকার কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন। তবে, পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বাংলানিউজকে জানান, ডুবে যাওয়া নৌকাটি তীরের কাছাকাছি আনা হয়েছে। অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫