ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ইটনায় নৌকাডুবিতে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
ইটনায় নৌকাডুবিতে শিশুর মৃত্যু ছবি: প্রতীকী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনায় ইঞ্জিন চালিত একটি নৌকা ডুবির ঘটনায় হ্যাপি আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধনু নদীতে এ দুর্ঘটনা ঘটে।


 
স্থানীয়রা জানায়, করিমগঞ্জ উপজেলার চামড়া নৌবন্দর থেকে ৫০/৬০ জন যাত্রী ও অন্যান্য মালামাল নিয়ে একটি নৌকা নেত্রকোনা জেলার খালিয়াজুড়িতে যাচ্ছিলো। বিকেল সাড়ে ৩টার দিকে ইটনা উপজেলা সদরের এরশাদ নগর শিবির এলাকায় ধনু নদীতে নৌকাটি ডুবে যায়।  
 
এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও নদীতে ডুবে হ্যাপি নামে এক শিশুর মৃত্যু হয়।  
 
স্থানীয়দের দাবি, নৌকার কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন। তবে, পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।
 
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বাংলানিউজকে জানান, ডুবে যাওয়া নৌকাটি তীরের কাছাকাছি আনা হয়েছে। অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।