আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের নো-ম্যানসল্যান্ডে আজ শনিবার আবৃত্তি, আলোচনা, শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক সংগঠন ‘তিতাস আবৃত্তি সংগঠন’ ও ত্রিপুরার ‘নীহারিকা’ এই অনুষ্ঠানের আয়োজনে করে।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের ডেপুটি স্পিকার পবিত্র কর, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ত্রিপুরার কবি দিলীপ দাস, আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক শানিত দেব রায়, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, ত্রিপুরার সাংবাদিক তাপস দেবনাথ, বিপুল ভৌমিক, পুস্তক প্রকাশক তীর্থঙ্কর দাস, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মণিষ বিশ্বাস হাবুল, ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক সংগঠক জহিরুল ইসলাম ভূঞা, সমবায় ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আফজাল হোসেন নেসার, নারী সংগঠক নেলী আকতার, সাংস্কৃতিক সংগঠক এটিএম ফয়েজুল কবির, অধ্যাপক উসমান গণি সজিব, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলাল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন ও নীহারিকার সম্পাদক শুভ্রজিৎ ভট্টাচার্য।
বেলা সাড়ে ১১টায় বিজিবি-বিএসফের সহায়তায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য অনুষ্ঠান শুরু হয়। এ সময় দু’পাড়ের পক্ষ থেকে একে-অপরের জন্য নিয়ে আসা ফুল ও মিষ্টি বিনিময় হয়।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের ভাষা শহীদ ও ত্রিপুরার সদ্য প্রয়াত কবি অনিল সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে পৃথকভাবে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীরা একুশের দুটি বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন।
বাংলাদশে সময়: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫