সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে তুচ্ছ ঘটনাকে কেদ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আট জন আহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে- বাহাদুর, রোশনাই, ছালেহাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং শাহজাদপুর সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার বদর উদ্দিন বদিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, নন্দলালপুর গ্রামের সামাদ শেখ ও রোশনাইয়ের একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ ঘটনার জের ধরে দুপুরে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে।
পরে, সামাদ গ্রুপের লোকজন ডায়া মোড় এলাকায় ব্যাংক কর্মকর্তা বদর উদ্দিন বদির ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি ঘটলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
শাহজাদপুর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সমির উদ্দিন বাংলানিউজকে জানান, নন্দলালপুর গ্রামের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫