ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি এনডিএফ’র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি এনডিএফ’র

ঢাকা: ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণা করতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে আবেদন জানিয়েছে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো দলের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আবেদন জানানো হয়।



বিবৃতিতে বলা হয়, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি) সদর দফতর পিলখানায় সংঘটিত নির্মম ও নিষ্ঠুর হত্যাযজ্ঞের বিষয়টি আমাদের মতোই আপনার স্মৃতিতে ভাস্মর। নিশ্চই আপনিও আমাদের সঙ্গে একমত হবেন।

এতে বলা হয়, আমরা ২৫ ফেব্রুয়ারির শোককে শক্তিতে পরিণত করা এবং ৫৭ জন সেনা কর্মকর্তাসহ নিহতদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার স্বার্থে এই দিবসটিকে শোক দিবস ঘোষণার জন্য আকুল আবেদন জানাচ্ছি।  

যে স্থানে হত্যাযজ্ঞটি ঘটেছিলো সেস্থানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণেরও দাবি জানানো হয় বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।