সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশ কনস্টেবলসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।
আহত কনস্টেবল মিঠুনকে (২৪) সদর হাসপাতালে এবং ইট-পাটকেলের আঘাতে আহত যুবলীগ কর্মী শিপন (২০), জহুরুল (২৫) ও শাওন (২২), মজনু (৩৫) ও হোসেনকে (৬০) বিভিন্ন ক্লিনিকে চিকৎসা দেওয়া হয়েছে।
এদিকে, ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, পূর্ব শক্রতার জের ধরে শহরের দত্তবাড়ি ও জানপুর মহল্লার যুবলীগ নেতাকর্মীরা দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাদশে সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫