বগুড়া: বগুড়ায় শহীদ মিনার পুনর্নির্মাণের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে বগুড়ার স্থানীয়দের একটি অংশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) শহীদ খোকন পার্কে নির্মিত শহীদ মিনারটি আগের নির্মিত শহীদ মিনারের আদলে বা তার সঙ্গে মিল রেখে পুনর্নিমানের দাবিতে তারা অনশন করেন।
সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোকন পার্কে ভাষাসৈনিক মাহফুজুল হক দুলুর নিজ উদ্দ্যোগে এ অনশন কর্মসূচি পালিত হয়।
অনশনে অন্যদের মধ্যে বিশিষ্ট নাট্যকার ও শিক্ষক শ্যামল ভট্টাচার্য্য, সিপিবি জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্নাহ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি কিবরিয়া হোসেন, ছাত্রফ্রন্ট নেতা শ্যামল বর্মন, শীতল সাহা, মহিলা ফোরাম সভাপতি দিলরুবা নুরী, রাধারানী বর্মন, মাসুকুর রহমানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে দুপুর ১২টার পর বাসদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু আন্দোলনরতদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫