রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ হাজার ২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ (স্প্রিট) তিন জনকে আটক করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তারাব চৌরাস্তা এলাকার ডিসটিডারিস মিলস লিমিটেড নামে একটি কারখানা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাদের আটক করেন।
আটকরা হলেন- টাঙ্গাইলের বারিন্দাবাজার এলাকার রফিক খান (৬৫), বরিশালের বিরপাশা এলাকার হারুন অর রশিদ ভুঁইয়া (৬৫) ও কিশোরগঞ্জের পুর্বতারাপাশা এলাকার বকুল মিয়া (৬০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, তারাব চৌরাস্তা এলাকার ডিসটিডারিস মিলস লিমিটেড কারখানায় দেশীয় চোলাই মদ তৈরি হচ্ছে বলে তারা সংবাদ পান।
এ সংবাদের ভিত্তিতে বিকেলে কারখানাটিতে অভিযান পরিচালনা করে ১৬টি ড্রামে ৩ হাজার ২০০ লিটার স্প্রিট উদ্ধার করা হয়। এ সময় মদ তৈরির তিন কারিগরকে আটক করা হয়।
আটকদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওই পরিদর্শক।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫