ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে বিদেশি মদসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
ফেনীতে বিদেশি মদসহ নারী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে ত্রিশ বোতল বিদেশি মদ ও ২৮০ গ্রাম গাঁজাসহ জায়েদা বেগম (২২) নামে এক নারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
 
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপর ১টার দিকে ফেনী সদরের মোহাম্মদ আলী বাজার সংলগ্ন এস রহমান ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।


 
আটক জায়েদা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সাতঘরিয়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী।
  
র‌্যাবের ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মহিউদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  
 
তিনি জানান, কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশে মোহাম্মদ আলী বাজার সংলগ্ন এস রহমান ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছে। গোপন এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জায়েদাকে আটক করা হয়।   
  
এদিকে, ৩৪ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রয়ের নগদ ১৪শ টাকাসহ শহরের রামপুর এলাকা থেকে কামরুল হাসান (২৫) নামে এক জনকে আটক করে র‌্যাব।  
 
মালামালসহ দু’জনকে ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
 
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।