ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
কমলনগরে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতার মৃত্যু মো. জমির আলী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সড়ক দুর্ঘটনায় আহত মো. জমির আলী (২২) মারা গেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।



এর আগে ভোরে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগরের সওদাগর রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন।

কমলনগর উপজেলা ছাত্রদলের সভাপতি মিলন হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জমির আলী সাহেবেরহাট ইউনিয়নের আবু তাহেরের ছেলে এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী।

স্থানীয়রা জানায়, ভোরে জমির আলী সিএনজি চালিত অটোরিকশায় লক্ষ্মীপুর যাচ্ছিলেন। পথে  সওদাগর রাস্তার মাথায় পৌঁছালে অটোরিকশাটিকে ঢাকাগামী একটি বাসের পিছনে ধাক্কা দেয়। সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে  গুরুতর আহত হন তিনি। এসময় তাকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।