লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সড়ক দুর্ঘটনায় আহত মো. জমির আলী (২২) মারা গেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে ভোরে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগরের সওদাগর রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন।
কমলনগর উপজেলা ছাত্রদলের সভাপতি মিলন হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জমির আলী সাহেবেরহাট ইউনিয়নের আবু তাহেরের ছেলে এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী।
স্থানীয়রা জানায়, ভোরে জমির আলী সিএনজি চালিত অটোরিকশায় লক্ষ্মীপুর যাচ্ছিলেন। পথে সওদাগর রাস্তার মাথায় পৌঁছালে অটোরিকশাটিকে ঢাকাগামী একটি বাসের পিছনে ধাক্কা দেয়। সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এসময় তাকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২০৪৫ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫