ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পবায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
পবায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলা থেকে চোরাই মোটরসাইকেল বিক্রি, প্রতারণা ও অর্থ আত্মসাতসহ সাত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইসমাইল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।



মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ইসমাইল হোসেন কাশিয়াডাঙ্গা বাজারে রড সিমেন্টের ব্যবসা করতেন। এরই সুবাদে তিনি মতিহার থানার কাটাখালি এলাকার এমএম ট্রেডার্সসহ বেশ কয়েকটি দোকান থেকে বাকিতে পণ্য নিয়ে চেক দেন। কিন্তু সেই চেক ব্যাংক থেকে প্রত্যাখ্যান হওয়ায় বিপাকে পড়েন দোকানদাররা। এসব ঘটনায় তার বিরুদ্ধে ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত আটটি অর্থ আত্মসাত ও প্রতারণার মামলা দায়ের হয়। মামলায় হাজিরা না দেওয়ায় তাকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ওসি আরও জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পবা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।